জরুরী নোটিশ: প্রত্যেক সদস্য নিজের করা যেকোন একটি প্রশ্নের লিংক ফেসবুক, মেসেঞ্জার, ওয়াটসঅ্যাপ ও বিভিন্ন সোস্যাল সাইটে শেয়ার করে ভিজিটর এনে প্রদর্শিত সংখ্যা বাড়ান। কারণ প্রত্যেক সদস্যের থেকে সর্বোচ্চ দেখা হয়েছে এরকম একটি করে প্রশ্ন নেয়া হবে এবং ক্যাম্পেইন শেষ হওয়ার আগ পর্যন্ত প্রশ্নের প্রদর্শিত সংখ্যা পরিমাণ পয়েন্ট সদস্যের একাউন্টে যুক্ত করে দেয়া হবে। যেমন: একজন সদস্য প্রশ্নোত্তর করে আর্ন করেছে 6000 পয়েন্ট, এবং তার সবগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি প্রদর্শিত হয়েছে একটি প্রশ্ন 2000 বার। তাহলে তার মোট পয়েন্ট গিয়ে দাড়াবে 8000 পয়েন্ট।